Final HS History Suggestion 2025 – উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫

Written by RUBEL150

Updated on:

History Suggestion 2025 : উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫

Final HS History Suggestion 2025 – উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫

Final HS History Suggestion 2025 – উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫.jpg

প্রথম অধ্যায় – অতীত স্মরণ

  • অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো
  • জাদুঘর কাকে বলে ও অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো
  • কিংবদন্তি বা বীরগাথা কাকে বলে ? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো
  • লোককথা কাকে বলে ও অতীত সময়কে তুলে ধরার ক্ষেত্রে লোককথার ভূমিকা বিশ্লেষণ করো

দ্বিতীয় অধ্যায় – ঊনবিংশ ও বিংশ শতকের ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ

  • জাতিবৈষম্য বলতে কী বোঝো ও ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিবৈষম্যের প্রভাবগুলি লেখো ।
  • উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো
  • নব সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো ও উপনিবেশবাদ বিষয়ে হবসন-লেনিন-এর তত্ত্ব
  • ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাবগুলি লেখো

তৃতীয় অধ্যায় – ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি

  • ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল ও এই বাণিজ্যের অবসান কেনো হয়
  • ভারতে রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো ।
  • ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমিরাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও
  • কে , কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল লেখো
  • পলাশীর যুদ্ধ বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা কর

চতুর্থ অধ্যায় – সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া

  • আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও
  • বাংলায় নবজাগরণের প্রকৃতি অলোচনা করো ও এর সীমাবদ্ধতা কী ছিল ?
  • চিনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো
  • সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো

পঞ্চম অধ্যায় – শাসনঃ ঔপনিবেশিক ভারত রাষ্ট্র

  • রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল ও গান্ধিজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন ?
  • জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো ও এই ঘটনার গুরুত্ব কী ছিল ?
  • ১৯০৯ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের পটভূমি ব্যাখ্যা করো ও এই আইনের ত্রুটিগুলি কী ছিল
  • ১৯৪৩ সালে বাংলায় মন্বন্তর – এর কারণ কী ছিল ?
  • ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রতিক্রিয়া কী ছিল ?

ষষ্ঠ অধ্যায় – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমীহ

  • নৌ – বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো ।
  • ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো
  • ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো ও ক্রিপস এই মিশনের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো
  • ভারত ছাড়ো আন্দোলন কেন ব্যর্থ হলো ও এই আন্দোলনের গুরুত্ব আলোচনা করো ।

সপ্তম অধ্যায় – ঠান্ডা লড়াই এর যুগ

  • সুয়েজ সংকট সৃষ্টির কারণগুলি লেখো ও আন্তর্জাতিক রাজনীতিতে এর ফলাফল বা গুরুত্ব আলোচনা কর
  • ঠান্ডা লড়াই বলতে কী বোঝো ও ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ব্যাখ্যা করো
  • সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো ও এই সংকটে ভারতের কী ভূমিকা ছিল
  • ঠান্ডা লড়াইয়ের পটভূমি অথবা কোন পরিস্থিতিতে ঠান্ডা লড়াই – এর উদ্ভব

অষ্টম অধ্যায় – অব উপনিবেশিকরণ

  • হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও
  • স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য, ও গুরুত্ব আলোচনা কর
  • অব-উপনিবেশীকরণ বলতে কি বোঝ ও এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা কর
  • পাকিস্তানের শাসন আইন বিভাগের কাঠামো পর্যালোচনা করো

বি.দ্র : প্রতি Group থেকে কমপক্ষে দুটি প্রশ্ন নিয়ে মোট ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে

( ৮ * ৫ = ৪০ )

====>>> গ্রিসের স্বাধীনতা যুদ্ধে

My Name Is Rubel Biswas & I Am A Web Designer Past 6 Years, My Site Name Banglashiksha.xyz , Banglashiksha.xyz Is A Professional Educational Platform

মন্তব্য করুন