সমুদ্রজলের উষ্নতার তারতম্যের কারণ : সমুদ্রজলের উষ্নতা সব জায়গায় একরকম নয়, কোথাও বেশি, কোথাও কম। অনেকগুলি কারণেই সমুদ্রজলে এই উন্নতার তারতম্য হয়। কারণগুলি হল-
সমুদ্রজলের উষ্নতার তারতম্যের কারণ গুলি হল –
অক্ষাংশ
অক্ষাংশ অনুসারে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য হয় বলে স্থলভাগের মতো সমুদ্রজলের উন্নতাও নিরক্ষরেখা থেকে দুই মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। এজন্য নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের জলের গড় উন্নতা 26.6 °সে. থেকে কমতে কমতে মেরুপ্রদেশে গিয়ে ০°সে.-এ নেমে যায়।
উয় ও শীতল সমুদ্রস্রোত
নিম্ন অক্ষাংশে সৃষ্ট উয় সমুদ্রস্রোত নাতিশীতোয়মণ্ডলে প্রবাহিত হয়ে সেখানকার সমুদ্রজলের উয়তা বাড়িয়ে দেয়। আবার, হিমমণ্ডলে সৃষ্ট শীতল সমুদ্রস্রোত নাতিশীতোয়মণ্ডলে প্রবাহিত হয়ে, সেখানকার সমুদ্রজলের উয়তা কমিয়ে দেয়।
মগ্ন শৈলশিরার অবস্থান
মগ্ন শৈলশিরা জলের অবাধ চলাচলে বাধা সৃষ্টি করে বলে সমুদ্রজলে উন্নতার তারতম্য হয়। যেমন: ভূমধ্যসাগর ও আটলান্টিকের সংযোগস্থলে অবস্থিত সংকীর্ণ জিব্রাল্টার প্রণালীর তলদেশে একটি উদ্বেধী শৈলশিরা বা ‘সিল’ আছে, যার শীর্ষদেশ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 300 মিটার গভীরতায় অবস্থিত।
এজন্য মগ্ন শৈলশিরাটির শীর্ষদেশ বা 300 মিটার গভীরতা পর্যন্ত (অর্থাৎ যে গভীরতা পর্যন্ত জলের অবাধ মিশ্রণ ঘটে) আটলান্টিক ও ভূমধ্যসাগরের জলের উন্নতা একইরকম থাকে। কিন্তু 4,000 মিটার • গভীরতায় আটলান্টিকের জলের উয়তা 2 °সে.-এ নেমে গেলেও একই গভীরতায় ভূমধ্যসাগরের জলের উন্নতা 11 °সে. থাকে।
একইভাবে লোহিত সাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থলে একটি উদ্দ্বধী শৈলশিরা বা সিল থাকায় ভারত মহাসাগরের তুলনায় লোহিত সাগরের জল বেশি উয়।
সমুদ্রের গভীরতা
উয় জল হালকা বলে তা সমুদ্রের উপরিভাগে এবং শীতল জল ভারি হওয়ায় তা সমুদ্রের নীচে অবস্থান করে। এজন্য জলের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উয়তা হ্রাস পায়।
হিমশৈলের পরিমাণ
তুষারাবৃত ভূমি থেকে আপতিত সৌররশ্মির অধিকাংশই প্রতিফলিত হয়। তাই মেরু অঞ্চলে আপতিত রশ্মির দ্বারা ভূমিভাগ বিশেষ উত্তপ্ত হতে পারে না। এজন্য জলে হিমশৈলের পরিমাণ বেড়ে গেলে জলের উয়তা কমে যায়। তা ছাড়া, হিমশৈল গলতে থাকলেও সেগুলির তাপ জলে পরিবাহিত হয়ে জলের উন্নতা কমে যায়।
বৃষ্টিপাতের পরিমাণ
পর্যাপ্ত বা অধিক পরিমাণে বৃষ্টিপাত হলে বায়ুমণ্ডলের উন্নতা হ্রাস পায় বলে নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রে পৃষ্ঠজলের উন্নতা স্বাভাবিকের চেয়ে কম থাকে।
সমুদ্রের আকৃতি
সমুদ্রের আকার যেখানে সংকীর্ণ সেখানে স্থলভাগের প্রভাবে সমুদ্রজল দ্রুত উয় বা শীতল হয়।
শীতল অন্তঃস্রোতের উৎসারণ বা ওপরে ওঠা
সমুদ্রের নিম্নাংশ দিয়ে অন্তঃস্রোতরূপে প্রবাহিত শীতল জল যেসব স্থানে ওপরের • দিকে উঠে আসে সেখানে সমুদ্রপৃষ্ঠের জলের উন্নতা হ্রাস পায়।
বায়ুপ্রবাহ
আয়ন বায়ুর প্রভাবে ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রের পূর্বাংশের তুলনায় পশ্চিমাংশের উন্নতা বেশিp§ থাকে। আবার, পশ্চিমা বায়ুর জন্য নাতিশীতোয় অঞ্চলের সমুদ্রে পশ্চিমাংশের তুলনায় পূর্বাংশ বেশি উন্ন থাকে।
অগ্ন্যুদগম
সমুদ্র তলদেশে বা আগ্নেয় দ্বীপে অবস্থিত কোনো আগ্নেয়গিরির অগ্ন্যুদ্গমের ফলে নির্গত লাভা সমুদ্রজলে মিশে স্থানীয়ভাবে (সাময়িক) সমুদ্রজলকে উয় করে তোলে।
স্থানীয় ভাবহাওয়া
স্থানীয় আবহাওয়ার অবস্থা, যেমন: ঝড়ঝঞ্ঝা, ঘূর্ণবাত প্রভৃতির জন্যও সমুদ্রজলের উয়তার তারতম্য হয়।
====>>> সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে