ইউরোপে জুলাই বিপ্লবের প্রতিক্রিয়া : জুলাই বিপ্লব কেবলমাত্র ফ্রান্সকেই প্রভাবিত করেনি। সমস্ত ইউরোপে এই বিপ্লবের প্রভাব দাবাগ্নির ন্যায় ছড়িয়ে পড়েছিল। ঐতিহাসিক এইচ. এ. এল. ফিশার যথার্থই বলেছেন যে, প্যারিসের বিপ্লবী চুল্লি থেকে উড়ন্ত অগ্নিস্ফুলিঙ্গ দ্রুত ভিয়েনা কংগ্রেস শাসিত ইউরোপের অসার কাষ্ঠখণ্ডের স্তূপের ওপর ছড়িয়ে পড়ে দাবাগ্নি সৃষ্টি করেছিল।
ইউরোপে জুলাই বিপ্লবের প্রতিক্রিয়া –
ইউরোপে জুলাই বিপ্লবের প্রতিক্রিয়া ছিল এরকম-
বেলজিয়ামের স্বাধীনতা লাভ
জুলাই বিপ্লব থেকে প্রেরণা লাভ করে বেলজিয়াম হল্যান্ডের অধীনতা থেকে মুক্ত হয়ে স্বাধীনতা ঘোষণা করে। এইভাবে ভিয়েনা-সম্মেলনের একটি অন্যায় সিদ্ধান্তের অবসান হয়।
জার্মানিতে গণ জাগরণ
জুলাই বিপ্লবের ফলে জার্মানিতে ব্যাপক গণ জাগরণ সৃষ্টি হয় এবং আন্দোলনের প্রাবল্য সাময়িকভাবে হলেও স্যাক্সনি, হ্যানোভার, হেসি প্রভৃতি কয়েকটি জার্মান রাজ্যে গণতান্ত্রিক শাসনব্যবস্থা স্বীকৃত হয়েছিল।
পোল্যান্ডের স্বাধীনতা যুদ্ধ
রাশিয়া অধিকৃত পোল্যান্ডেও এক বিরাট গণজাগরণ সৃষ্টি হয়; তাঁরা স্বাধীনতা লাভের জন্য বিদ্রোহ করে এবং দীর্ঘ ছয় বছর পরে তা দমিত হয়।
ইটালিতে জাতীয়তাবাদী আন্দোলন
ইটালির কয়েকটি রাষ্ট্রেও (বিশেষত পার্মা, মডেনা ও পোপের রাজ্য) গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলন দেখা দেয়, কিন্তু অস্ট্রিয়ার প্রতিক্রিয়াশীল প্রধানমন্ত্রি মেটারনিথ্রে বাহিনী তা কঠোর হাতে দমন করে।
অন্যান্য দেশের ওপর প্রভাব
ইউরোপের সুইজারল্যান্ড, স্পেন ও পোর্তুগাল জুলাই বিপ্লবের দ্বারা প্রভাবিত হয়েছিল এবং এই তিনটি দেশেই উদারপন্থী সংবিধান গৃহীত হয়েছিল। এ ছাড়া নরওয়েবাসীগণ রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিল এবং শেষ পর্যন্ত সুইডেন রাজা নরওয়ের স্বায়ত্ত শাসনের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিলেন। ভারতের রাজা রামমোহন রায়ও এই বিপ্লবকে সমর্থন করেন।
মূল্যায়ন
এভাবে জুলাই বিপ্লবের অনুপ্রেরণায় বেলজিয়াম, জার্মানি, ইটালি ও সুইজারল্যান্ডের কোনো কোনো স্থানে এবং পোল্যান্ডে উদারনৈতিক বিপ্লব সংঘটিত হলেও ইটালি, জার্মানি, পোল্যান্ডে শেষ পর্যন্ত প্রতিক্রিয়াশীল শক্তি জয়লাভে সমর্থ হয়। তা সত্ত্বেও উদারনৈতিক ও জাতীয়তাবাদী শক্তিগুলি বেলজিয়াম, ফ্রান্স ও ইংল্যান্ডে জয়লাভ করায় ভিয়েনা-সম্মেলন কর্তৃক প্রতিষ্ঠিত রক্ষণশীল ব্যবস্থায় ফাটল ধরে এবং মেটারনিম্নে বিপ্লব-বিরোধী জেহাদ আঘাতের সম্মুখীন হয়।
====>>> ফ্রান্সে রাজতন্ত্র বিলুপ্ত